কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও এ্যালুমিনিয়াম পুড়িয়ে পরিবেশ দূষণের দায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ছয়জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার(৪মে) দিনগত রাত একটার দিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিমের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাস্তা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এই আদালত পরিচালিত হয়।
এ সময় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) অনুযায়ী এক্সক্লেভেটর চালক ও ড্রাম ট্রাকের চালক কে ১৫ দিন ও একজন শ্রমিককে দুইদিন এবং মাটি কাটার কাজ তদারকি করা ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
পরে এর পার্শ্ববর্তী আব্দুস সালাম চেয়ারম্যান রোডে স্থাপিত একটি সিসা তৈরীর কারখানায় রাতের আঁধারে অ্যালুমিনিয়াম গলিয়ে পরিবেশ দূষণের দায়ে দুই শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
Leave a Reply