কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় মনির হোসেন(৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে মাদক সেবিদের বিরুদ্ধে। নিহত মনির দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর এলাকার গিয়াস উদ্দিন মিয়ার পুত্র।
শনিবার দুপুর দেড়টার দিকে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক শামীম জানান, কোন্ডা ২০শয্যা হাসপাতালের নির্জন এলাকায় স্থানীয় মাদক সেবনকারী খালেককে মাদক সেবনে বাধা দিয়েছিল মনির। এটা নিয়ে শুক্রবার একটা ঝগড়া হয়েছিল, পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়। আজকে পুনরায় মনিরের ছোট ভাই জাকির জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় খালেক তার ভাই মালেক, রুহুল সহ বেশ কয়েকজন তার পথ রোধ করে। খবর পেয়ে মনির ঘটনাস্থলে আসলে সেখানে খালেক ও তার সহযোগীরা মিলে মনিরকে শক্ত কাঠ দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদুর রহমান জানান, মারামারির ঘটনায় মনির নামে একজন মিটফোর্ড হাসপাতালে মারা গেছে, এমন সংবাদের ভিত্তিতে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।
সিনিয়র করেসপন্ডেন্ট/ টিটু আহমেদ
Leave a Reply