ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকা থেকে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ওই যুবকের নাম মো. নাজমুল ইসলাম তপু (২৭)।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, আজ (২৭ এপ্রিল) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো. নাজমুল ইসলাম তপু (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply