1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

যেভাবে সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হলো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা কর্ণফুলী থানার উত্তর শিকলবাহার গোদার পাড়ের বাসিন্দা।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কর্ণফুলী থেকে অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। পথে নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে পৌঁছালে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারে পাঁচজন দগ্ধ হন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপস্থিত জনগণের চেষ্টায় অটোরিকশার আগুন নিয়ন্ত্রণ আসে। সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews