কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে মিনহাজুল ইসলাম বাবুল (৭০) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার সকাল নয়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আটি ঘাটারচর শহীদ নগর আবাসিক এলাকায় একটি দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাবুল ওই দোকানে ১২ বছর ধরে ব্যবসা করছিল। গত রাতে দোকান বন্ধ করে ঘুমানোর পর কে বা কারা মাথায় ইটের তেরী ভারা (৬টি ইট দিয়ে তৈরীকরা) দিয়ে আঘাত করে মাথা থেঁতলে তাকে হত্যা করেছে। হত্যার আলামত দেখে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এমনটা জানিয়েছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা আটি বাজার পুলিশ ফাঁড়ির এস,আই মোঃ ইমরান।
এ ঘটনার খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, র্যাব, সিআইডি, পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের মেয়ে নুর নাহার (৩০) জানান, তার বাবা কারো সাথে ঝগড়া বিবাদ করত না। তাই তার বাবার কোন শত্রু তাদের চোঁখে পড়েনি। যে বা যারা তার বাবাকে হত্যা করেছে তার সঠিক বিচার দাবী করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে প্রেরণ করেছি। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply