1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে বাসের ধাক্কা প্রাণ গেল চার জনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুন্সিগঞ্জ সংবাদদাতা: মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মহাসড়কের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান আল-মামুন।

 

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের বাস ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, আহতদের মধ্যে ৪ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews