1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

মনোনয়নবঞ্চিত হয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সাদিক আবদুল্লাহ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক (বরিশাল): আওয়ামী থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ । গত শনিবার সাদিকের বদলে নৌকার মনোনয়ন পেয়েছেন তার চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়নবঞ্চিত সাদিক এরপর কোনো প্রতিক্রিয়া জানাননি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভায় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় চাচা খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের কালীবাড়ি সড়কের সেরনিয়াবাত ভবনে এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসাইন, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সাদিক আবদুল্লাহ বলেন, ‘মনক্ষুণ্ণ হওয়ার কারণ নেই। রাজনীতি একদিনের না। মনোনয়ন পেয়েছেন আমার চাচা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান। আপনারা বুঝতে পেরেছেন। রাজনীতি করেন, আপনারা ভালো করে বোঝেন। এখানে কাউকে সুযোগ দেওয়া যাবে না। শান্ত বরিশালকে শান্ত রাখতে হবে।’

সভায় উপস্থিত ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের নেতাদের ওয়ার্ডে ওয়ার্ডে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র। তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের জয়লাভ করতে হবে। সিটি করপোরেশনের নির্বাচনের ওপর নির্ভর করে জাতীয় নির্বাচন। আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করাতে হবে। আর যেখানে আমার চাচা মনোনয়ন পেয়েছেন সেখানে কোনো কথাই নেই। আমরা ৩০টি ওয়ার্ড মিলে যেখানে যা করা দরকার করে তার নির্বাচন উঠিয়ে (সম্পন্ন) দেব।’

তিনি বলেন, ‘কেউ মনোক্ষুণ্ন হবেন না। আমি সংগঠন করতে এসেছি। অনেক দূর যাওয়ার আছে। আমি মনোক্ষুণ্ন না; রাজনীতি করি নেত্রীর (শেখ হাসিনা) জন্য। নেত্রী সিদ্ধান্ত দিয়েছেন আমার বাবা মাথা পেতে নিয়েছেন, আপনারাও সেটি মাথা পেতে নেবেন। এর বাইরে যাওয়ার কোনো বার্তা নেই।’

এবারের ঈদ ঢাকাতে তার বাবা আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে করবেন বলে এ সময় জানান সাদিক আব্দুল্লাহ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews