1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ফুটপাতে ভ্রাম্যমান অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা)ঃ  ঢাকার কেরানীগঞ্জে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল থেকে কদমতলি গোলচত্বর এলাকায় এ অভিযান শুরু করা হয়। ভ্রাম্যমান অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম।

এ সময় রাস্তার দুপাশে ফুটপাতের মধ্যে থাকা অবৈধ দোকান অপসারণ করার পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে রাখা অটোরিকশা ও যানবাহনকে জরিমানা করা হয়।

এর আগে শুভাঢ্যা খালের ওপর নির্মিত অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ’ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি শুভাঢ্যা খালের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। অভিযানে ৪৮ জনকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান চলমান থাকবে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews