1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী অসহায়দের তুলে দিলেন শাহীন আহমেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল তিনটায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হাজি মো. জামিল হোসেন,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকন, কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোঃ মোজাম্মেল হোসেন, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মো. আশকর আলীসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ ও কালিনী ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, প্রতি ঈদে আমরা আপনাদের সাথে ইফতার পার্টি ও দোয়া মাহফিল করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে তার নির্দেশে পবিত্র রমজান উপলক্ষে এসব খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। এসময় তিনি উপস্থিত সকলের  কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।   এছাড়া নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান করেন।

বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল, চাল,ডাল, ছোলা, চিনি ও মুড়ি ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews