1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

কারামুক্ত হলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা) :সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
 বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় গিয়ে দেখা যায়, সাংবাদিক শামসুজ্জামানের জামিনের সংবাদ পেয়ে তার কারামুক্তির অপেক্ষায় কারাগার প্রধান ফটকের সামনে সংবাদকর্মী, বন্ধুসভার সদস্যরা, শামসুজ্জামানের স্বজন ও সাধারণ মানুষ অপেক্ষা করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শামসুজ্জামান কারামুক্ত হয়ে কারাগারের প্রধান ফটকের সামনে এসে প্রথম আলোর বিশাল বাংলা ডেস্কের বিভাগীয় সম্পাদক তুহিন সাইফুল্লাহকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে বিশাল বাংলা ডেস্কের বিভাগীয় সম্পাদক তুহিন সাইফুল্লাহ, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, প্রশাসন বিভাগরে প্রধান উৎপল কুমার চক্রবর্তী ও প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম বলেন, আজ (সোমবার) বিকেলে সাংবাদিক শামসুজ্জামানের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। সেই জামিনের কাগজ যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসায় যান ১৪ থেকে ১৫ জন। বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টার বেশি সময় পর গত শুক্রবার দিবাগত রাতে শামসুজ্জামানের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। আজ সোমবার  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর ২০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews