সিনিয়র করেসন্ডেন্ট: ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
বুধবার(২৯মার্চ) দুপুর একটায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে কারখানাটির মালিক কামাল হোসেন পলাতক থাকলেও তার ভাই গুলজার হোসেনকে চারজনকে আটক করে আদালত পরিচালিত হয়।
পরবর্তীতে আদালত প্রতিষ্ঠানটিকে ৪ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে গুলজার হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন শ্রমিককে দুই মাস করে কারাদন্ডের রায় ঘোষণা করে।
এছাড়া নতুন সোনাকান্দা এলাকায় কারখানার কোন প্রকার অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় বিনা পেট ইন্ডাস্ট্রিজ নামে একটি ওয়ান টাইম গ্লাস প্লেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ম্যানেজার উমর ফারুক কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সমস্ত কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। এরপর রুহিতপুর বোর্ডিং এলাকায় রাস্তায় অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড বসিয়ে যত্রতত্র গাড়ি পার্কিং করার অপরাধে একজন সিএনজি ড্রাইভারকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০ জনের ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি
Leave a Reply