সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩’তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ আয়োজিত জন্ম ও মৃত্যু নিবন্ধন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান রাইসুল ইসলাম সুমন,পরিষদের সচিব রোজিন পলাশ, শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুদজোহা সহ এলাকার গণ্যমাণ্য বাক্তিরা অংশ গ্রহন করেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্য অর্জনকারী ধামাইনগর ইউনিয়নের আয়োজনে জাতির পিতা জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের শুরুতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় পতাকা উত্তোলনের পর দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। বিকেলে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সন্ধায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাধন কুমার দাস/ বুড়িগঙ্গা টিভি
Leave a Reply