কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সঙ্ঘবদ্ধ মলম পার্টি ও অটোরিকশা চোরচক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা,একটি প্রাইভেট কার ও বেশ কিছু চেতনা নাশক ঔষধ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার(৯ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো,বাদশা (৩৫),ওলি (৩৪), সুলতান (৫৮),সুমন কারাল (২৭),বিরিয়ানি সুমন (৩৫),শাহিন (২৮),আলামিন ওরফে অনিক (২৮),জামাল (৩০),মনির (২৭), আশরাফ (৪২)গ্যারেজ বাদশা ( ২৮),জুয়েল (৩৯),বাচ্চু (৫৫),রাজু (৪১),সাইদুর (৩৮)
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মলম পার্টি ও অটোরিকশা চোরচক্রের সদস্য। তারা একটু বয়স্ক অটোরিকশা চালকদের যাত্রীবেশে ভাড়া নিয়ে সখ্যতা তৈরি করত। এরপর সুযোগ বুঝে চালককে চেতনা নাশক ঔষধ মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে তাদের অটোরিকশা নিয়ে চলে যেত। সম্প্রতি গত এক বছরে এমন বেশ কয়েকটি ঘটনায় থানায় মামলা হওয়ার পর ঘটনা তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।ব্যাপক জিজ্ঞাসাবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় গত এক বছরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনটি হত্যা মামলাসহ মোট চারটি মামলায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ সহ বিভিন্ন থানায় সর্বমোট ২১টি মামলা রয়েছে।
Leave a Reply