কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে শিক্ষা গ্রহণ করে এর মূল্যবোধ অন্তরে ধারণের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষনটি লিফলেট আকারে প্রায় পঞ্চাশ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার(৬ই মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও সরকারি ইস্পাহানী ডিগ্রী কলেজ মাঠ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলার প্রায় পাঁচ শতাধিক স্কুল কলেজ ও মাদ্রাসায় এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম বলেন, এবছর ৭ ই মার্চ ক ক্যাটাগরির দিবস সারাদেশের জাতীয়ভাবে উদযাপিত হবে।বিগত বছরের তুলনায় এবছর কেরানীগঞ্জে দিবসটি ব্যাপকভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান পালন করা হবে। ঐতিহাসিক ভাষণটি থেকে মূল্যবোধ শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের মাঝে ভাষণটি লিফটের আকারে বিতরণ করা হলো যাতে শিক্ষার্থীরা ভাষণ পড়ে অন্তরে ধারণ করতে পারে।
এতে অন্যানের মধ্যে ইস্পাহানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রওশন আরা, ও ইস্পাহানি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডন্ট
Leave a Reply