সিনিয়র করেসপন্ডেন্ট: মিথ্যা তথ্য দিয়ে দুদকে অভিযোগ করে মানহানি করার অভিযোগ এনে ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরন চেয়ে আদালতে মামলা দায়ের করেছে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।
বৃহস্পতিবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে আব্দুস সুবহান গোলাপের নিযুক্ত আমমোক্তার অ্যাডভোকেট মোঃ কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মো. আমিনুল ইসলামের আদালত ব্যারিস্টার সাইদুল হক এর বিরুদ্ধে সমন জারি করেছে।
মামলার বিষয়ে গোলাপের আইনজীবী তাপস কুমার দাস বিষয়টি সাংবাদিকদের জানান, ব্যারিস্টার সুমন আব্দুস সালাম গোলাপের বিরুদ্ধে ওআরপিসির বিভিন্ন তথ্য উল্লেখ করে দুদকে যে অভিযোগ জমা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগে উল্লেখ করা হয়েছে আব্দুস সোবহান গোলাপ এমপি শপথ গ্রহণের সাত মাস পরে আমেরিকান নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন যা সম্পূর্ণ মিথ্যা তিনি। অথচ ২০১৮ সালের ১৮ই নভেম্বর তিনি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তার আগে ১৫নভেম্বর পাসপোর্ট সারেন্ডার করেছেন। এ বিষয়ে সমস্ত তথ্য প্রমাণ আমরা আদালতে জমা দিয়েছি।
এছাড়াও আব্দুস সোবহান গোলাপের আমেরিকায় নয়টি নিজ নামে বাড়ি রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওআরপিসি একটি জামাত সংশ্লিষ্ট সংগঠন, সেই সংগঠনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে ব্যারিস্টার সুমন আব্দুস সোবহান গোলাপ কে বিরুদ্ধে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে দুদকে অভিযোগ দায়ের করেছে। এতে আমার মক্কেলের মানহানি হয়েছে তাই আমরা ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুমনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।
Leave a Reply