কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ওভার স্পিডে মোটরসাইকেল চালাতে গিয়ে ফ্লাইওভারের ওপর থেকে ছিটকে সীমানা প্রাচীরের ওপর দিয়ে নিচে পড়ে ইদুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইদুল নারায়ণগঞ্জের পাগলা এলাকার রসুলপুর বাজারে কসমেটিকের ব্যবসা করত এবং পরিবারসহ মধ্য রসুলপুর এলাকায় ভাড়ায় বসবাস করত।
সোমবার(২০শে ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া নতুন রাস্তা মোড়ে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা ইদুলকে উদ্ধার করে সিএনজিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী পথচারী মোহাম্মদ কবির জানান, ফ্লাইওভারের মোড় ঘোরার সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় এবং রেলিং এর পাশে বালি জমে থাকায় ব্রেক করার পরও নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফ্লাইওভারের উপর থেকে ইদুল প্রায় ৩০ ফুট নিচে পড়ে যায়। এতে তার ডান পায়ে মারাত্মক জখম হয় এবং মোটরসাইকেলটি প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি খুঁজে পরিবারের লোককে খবর দেয়া হয়।
নিহতের ভগ্নীপতি মো. ওমর ফারুক সোহাগ জানান,মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় নতুন কেনা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ইদুল। তার সংসারে স্ত্রী ও এক মেয়ে আছে। পথচারীদের মাধ্যমে মোবাইল ফোনে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি ইদুল মারা গেছে।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর আমরা পেয়েছি তবে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তরের আবেদন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট/টিটু আহমেদ
Leave a Reply