কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা, শুভাঢ্যা ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে ।
আজ শনিবার সকালে কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা, শুভাঢ্যা ও তেঘরিয়া ও আগানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোন্ডা ইউনিয়নের মিরজাপুরস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির সামনে থেকে পদযাত্রা কর্মসূচি( ৪৫০/৫০০) বের করে। এতে নেতৃত্ব প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডঃ নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ঈশা খান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মাসুদ আলম স্বাধীন, ছাত্রদল ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব মোঃ পাভেল মোল্লা সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পথ যাত্রা কর্মসূচিতে নেতৃবৃন্দ বিদ্যুৎ, গ্যাস , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও এসময় তারা পথচারী ও গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিএনপির ১০ দফা দাবির লিফলেট বিতরণ করেন।
পদযাত্রা কর্মসূচিটি গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির সামনে থেকে বের হয়ে মীর্জাপুরব্রীজ , ঘোষ কান্দা গ্রামের বিভিন্ন মহল্লা , স্ট্যান্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Leave a Reply