1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

পৈত্রিক বাড়ী দখলে নিতে দুর্বৃত্তদের প্রাণনাশের হুমকিতে দিশেহারা এক পরিবার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগে প্রাণনাশের হুমকি দিয়ে মনেশ্বর লেনের একটি বাড়ী দখলে নিয়েছে দুবৃত্তরা। তাদের হাত থেকে পৈত্রিক বাড়ী উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এক পরিবার। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাফিজ, হাজী ফারুক হোসেন, হাফেজ হারুন-অর-রশীদ, মো. আওলাদ হোসেন রবিন ও হুমায়ুন কবিরসহ অন্যান্যরা। লিখিত বক্তব্যে মো. আওলাদ হোসেন রবিন বলেন, গত ১৫ জানুয়ারি আমাদের পরিবারের ওয়ারিশরা মিলে আশ্রিত ব্যক্তি আনু (৬০), পান্না (৩৫), ৩. ফায়সাল (৩০) ও বজলু মিয়াকে (৫৫) আমাদের বাড়ী ছেড়ে দিতে অনুরোধ জানাই। কিন্তু তারা জানায় ওই বাসা ছেড়ে কোথাও যেতে পারবে না এবং তারা আরো ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে আসে, তারা আমাদের গালাগালি করে মারতে এগিয়ে আসে ও প্রাণনাশের হুমকি দিয়ে বলে পুনরায় এখানে এলে তারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গত ২০২২ সালের ৩১ ডিসেম্বর আমি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করি (জিডি নং ১৭২৭)। এরপর গত ২৫ জানুয়ারি আরেকটি জিডি করি (জিডি নং- ১৪০৮)। তিনি আরও বলেন, গত ১৯৪৮ সালে দাদা মৃত. আবদুল ছালাম ও দাদী আমুজান বিবি ওই জায়গাটি শ্রী যুক্ত রাজ্য শ্বর নট্র, শ্রী উপেন্দ্র চন্দ্র নট্র, শ্রী মতি পারুল বালা দাস ও পতিলাল মোহন নট্র-এর কাছ থেকে সাফ কবলা দলিল মুলে ক্রয় করেন। দাদা-দাদীর মৃত্যুর পর তার পিতা পিতা আবুদুল আজিজ, চাচা, ফুফুদের নামে মহানগর জরিপ হয়। তাদের ওয়ারিশ ইকবাল মিয়া, দেলারা মিয়া,আব্দুল আজিজ, আব্দুল হাফিজ কাউসার বেগম এবং দাদা মৃত. আব্দুস সালামের নামে বিদ্যুৎ, পানি,ঢাকা সিটি করপোরেশন হোল্ডিং নিয়মিত পরিশোধ করা আছে। ওয়ারিশদের নামে ভূমি উন্নয়ন কর পরিশোধও করা হয়েছে। ওই সময় অভিযুক্তরা গরীব থাকায় দয়া করে ওই বাড়ীতে তাদের থাকতে দেয়া হয়। কিন্তু ওই স্থানে ভুক্তভোগীরা পারিবারিকভাবে বহুতল ভবন করার সিদ্ধান্ত নেয়ার পর ওই বাড়ীতে আশ্রিতদের সেখান থেকে অন্য স্থানে চলে যেতে বলা হলে তারা রাজী হন। কিন্তু কিছু দিন পর তাদের কথামত গত গত ৩১ জানুয়ারি স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যদের সামনে রেজুলেশনে তারা নিজেরা স্বইচ্ছায় চলে যাবে বলে স্বীকারোক্তি দিয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, তিনি বলেন, এতে করে পৈত্রিক বাড়ীতে বহুতল ভবন নির্মাণে জটিলতার সৃষ্টি হয়। তারা বিভিন্নভাবে হয়রানি করছে, যাতে ওই বাড়ীতে ভুক্তভোগীরা যেতে না পারেন। আশ্রিত ব্যক্তিরা ওই বাড়ীটি দখলে নিতে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি অব্যাহত রেখেছে। তাদের উচ্ছেদ করে বাড়ীটি উদ্ধার করে আমাদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী হস্তক্ষেপের দাবী জানান তিনি।

বুড়িগঙ্গা টিভি/ মোস্তাক

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews