1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে এবং দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় অনুমোদন না থাকায় তেঘরিয়া ইউনিয়নের আলিমুদ্দিন ব্রিকস্ কে ৮ লাখ টাকা, ইমরান ব্রিকস্ কে ৫ লাখ টাকা ও কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় চাচা—ভাতিজা ব্রিকস্ কে ৫ লাখ টাকা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী বলেন, সরকারি নিয়ম নীতি ভঙ্গ ও পরিবেশের ক্ষতি করে কেরানীগঞ্জে কোন অবস্থাতেই ইটভাটা চালানো যাবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews