কেরানীগঞ্জ (ঢাকা)ঃ ঢাকার কেরানীগঞ্জে স্বামীর ওপরে অভিমান করে নিজের গায়ে কেরাসিন ঢেলে আগুন দিয়ে ফাহমিদা আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়ে ছিল।
আজ (৩০ জানুয়ারী) সোমবার বিকাল ৪টায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত রোববার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। এক বছর আগে বিয়ে হওয়া ফাহমিদার স্বামী পারভেজ খান লঞ্চের লস্কর হিসেবে চাকরি করেন।
ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এসময় স্ত্রীর শরীরের আগুন নেভাতে গিয়ে স্বামী পারভেজ খানের হাতের আঙুল দগ্ধ হয়।
স্বামী পারভেজ খান জানান, রবিবার বিকালে বাজার থেকে মাছ আনার পর তা কাটা নিয়ে তাদের মাঝে তকের এক পযার্য়ে স্ত্রীকে একটি থাপ্পড় দেন তিনি। এর কিছুক্ষণ পর ফাহমিদা রান্না ঘর থেকে কেরোসিন এনে নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে তার শরীর ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাষ্টিক ইনস্টিটিউটে ভর্তি করেন। সোমরাব বিকাল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদরর্শক) বাচ্চু মিয়া ফাহমিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply