ঢাকার কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নের খোলামোড়া পুরাতন ভাড়ালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ি হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ রহমত বানু (৯০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রহমত বানুর স্বামীর নাম মৃত গোলাম মোস্তফা। বৃদ্ধা একাই হয়ে বসতবাড়িতে বসবাস করত।
রবিবার রাত পৌনে নয়টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বসতবাড়ির দুটি সেমি পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। এ সময় পুলিশ উৎসব জনতার ভিড় সামাল দিয়ে অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ারেন্ট অফিসার হানিফ মিয়া জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
buying cialis online safe BEXTRA should be used during pregnancy only if the potential benefit justifies the potential risk to the fetus
propecia tablets for sale Mertz, President, Metastatic Breast Cancer Network MBCN