কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু আহমেদ(২৪) নামের এক রাজমিস্ত্রি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত সাজু শেরপুরের ঝিনাইগাতী এলাকার আফিজুল ইসলামের ছেলে। সে বসুন্ধরা রিভারভিউ এলাকায় অন্যান্য শ্রমিকদের সাথে সাবলেট বসবাস করত।
শনিবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আইন্তা পশ্চিমপাড়া এলাকার নির্মাণাধীন একটি তৃতীয় তলা ভবনে এই ঘটনা ঘটে।
নিহত সাজুর সহকর্মী চাঁদ আলী জানান, আমি রিভারভিউ এলাকার অন্য আরেকটি বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করি। বিকেল চারটার দিকে সাজু বিদ্যুতায়িত হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে প্রথমে আদ দ্বীন জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরবর্তীতে সেখান থেকে হাসনাবাদ জেনারেল হাসপাতালে এবং সর্বশেষ বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান জানান, বিষয়টি আমরা হাসপাতাল মারফত জানতে পেরেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply