পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জে শীতবস্ত্র (কম্বল) উপহার পেলেন প্রতিবন্ধী দুঃস্থ ও অসহায় আটশতাধিক শীতার্ত।
বৃহস্পতিবার (১৩জানুয়ারী) বিকেলে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা মাঠে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী (সভানেত্রী পুনাক)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুনমুন আহসান, সমাজ কল্যান সম্পাদিকা তৌহিদা নুপুর, নাসিমা আমিন,, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রমুখ।
অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে পুনাকের প্রতি শীতার্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Most endocrine therapy nonusers were age 65 to 74 years 28 buy cialis 5mg daily use J Clin Oncol 1993; 11 2090
Therefore, many studies did not report important patient outcomes such as change in fibroid related pain or bleeding best price for viagra 100mg As a result, when the patient ejaculates, this sphincteric mechanism cannot keep the bladder adequately closed