1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত সাত টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি চার দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেরানীগঞ্জে অটোরিকশা চালকের ক্ষত বিক্ষত যুবকের লাশ উদ্ধার কেরানীগঞ্জে বিষ্ফোরণের পর ভবন হেলে পরার ঘটনায় তদন্ত কমিটি গঠন কেরানীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, হেলে পড়েছে ছয়তলা ভবন না ফেরার দেশে চলে গেলেন কবি নজরুলের নাতি বাবুল কাজী দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ কবি’র নাতি দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি

ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন কনস্টেবল মকবুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
ইনসেটে মকবুল হাওলাদার

কেরানীগঞ্জ (ঢাকা):  ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত কনস্টেবল মকবুল হাওলাদার। দীর্ঘ ৪০ বছর পুলিশে চাকরি জীবনের শেষে অবসরে যাওয়ায় কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।


এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, কনস্টেবল মকবুল হালদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
ব্যান্ড পার্টির বাদ্যের সুরে সংবর্ধনা অংশ হিসেবে থানা চত্বর থেকে শুরু করে তার নিজ বাসভবন কেরানীগঞ্জের মডেল টাউনে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ সহ কেরানীগঞ্জ মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য দুই কিলোমিটারের অধিক রাস্তা ঘোড়ার গাড়ির সাথে পায়ে হেঁটে তাকে সম্মান প্রদর্শন করে। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা থেকে বদলী হয়ে এসআই আফজালুল হককে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়।


কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ বলেন, মকবুল একজন কনস্টেবল একটি উদাহরন। তারমত সকল পুলিশ সদস্যদের কর্মজীবন শেষে সম্মানের সহিত বিদায় দিতে চাই।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর বলেন, আমরা মানুষের সেবায় পুলিশ বাহিনীতে যোগদান করেছি। তাই মানুষের সেবার মাধ্যমে সুনামের সহিত শেষ পর্যরÍ কাজ করতে হবে।

উল্লেখ্য: মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করে। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews