কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত কনস্টেবল মকবুল হাওলাদার। দীর্ঘ ৪০ বছর পুলিশে চাকরি জীবনের শেষে অবসরে যাওয়ায় কেরানীগঞ্জ মডেল থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
সোমবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে, কনস্টেবল মকবুল হালদারের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।
ব্যান্ড পার্টির বাদ্যের সুরে সংবর্ধনা অংশ হিসেবে থানা চত্বর থেকে শুরু করে তার নিজ বাসভবন কেরানীগঞ্জের মডেল টাউনে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে পৌঁছে দেয়া হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ সহ কেরানীগঞ্জ মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য দুই কিলোমিটারের অধিক রাস্তা ঘোড়ার গাড়ির সাথে পায়ে হেঁটে তাকে সম্মান প্রদর্শন করে। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানা থেকে বদলী হয়ে এসআই আফজালুল হককে বিদায়ী সংবর্ধণা দেয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশিদ বলেন, মকবুল একজন কনস্টেবল একটি উদাহরন। তারমত সকল পুলিশ সদস্যদের কর্মজীবন শেষে সম্মানের সহিত বিদায় দিতে চাই।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবীর বলেন, আমরা মানুষের সেবায় পুলিশ বাহিনীতে যোগদান করেছি। তাই মানুষের সেবার মাধ্যমে সুনামের সহিত শেষ পর্যরÍ কাজ করতে হবে।
উল্লেখ্য: মকবুল হাওলাদার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আটি গ্রামে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর চট্টগ্রাম মেট্রোপলিটনে কর্মজীবন শুরু করে। দীর্ঘ ৪০ বছর বিভিন্ন থানায় সুনামের সাথে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানায় তার কর্মজীবন শেষ করেন।
Leave a Reply