মেট্রোরেল উদ্বোধনের পর আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই কার্ড হারিয়ে ১০০ টাকা জরিমানা গুনেছেন এক যাত্রী। জরিমানা দেওয়া ইমরান হোসেন নোমান নামের ওই যাত্রী নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
তার দাবি, মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারানোয় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন।
জরিমানা দিয়ে স্টেশনের বাইরে এসে ইমরান হোসেন রোমান বলেন, ‘আমি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে সর্বশেষ ট্রেনে আগারগাঁও স্টেশনে এসেছি। ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই, হঠাৎ আমি টিকিট কার্ডটি হারিয়ে ফেলেছি। এজন্য স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।’
ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন, ‘৬০ টাকার টিকিট কার্ড, জরিমানা নিতে পারে ৬০ টাকা, ১০০ টাকা এটা কীভাবে হয়। একজন ছাত্র হিসেবে আমার জন্য এটা অনেক বেশি।’
জানতে চাইলে আগারগাঁওয়ের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজা বলেন, ‘কার্ড তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, আমরা যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখছি। এ ক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের ১০০ টাকা করে জরিমানা করছি।’
Leave a Reply