কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পালিত হলো পিঠা উৎসব। চতুর্থবারের মতো উৎসবটি আয়োজন ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি নামের একটি সংগঠন। প্রায় দশ হাজার অতিথিদের জন্য বিভিন্ন প্রকার পিঠার আয়োজন করা হয় বলে জানান উৎসব কতৃর্পক্ষ।
রবিবার বিকাল তিনটায় কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উৎসবটি শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কেরানীগঞ্জের সন্তান ও বাংলাদেশ গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু।
উৎসবে যোগদেন নারী শিশুসহ সব ধরণের মানুষ অনেকদিন পরে এ যেনো এক মিলন মেলা।
এমন পিঠা উৎসব আয়োজন করতে পেরে খুশি আয়োজক কমিটির সদস্যরা। সংগঠনের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাঈদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন । এ উৎসব কেরানীগঞ্জের দলমত নির্বিশেষে স্থানীয়দের প্লাটফর্ম। ধনী গরীব সকল শ্রেনীপেশার মানুষ এ সংগঠনের সদস্য। শুধু উৎসব নয় দেশের যেকোন দুযোর্গময় পরিস্থিতিতে আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করবো ।
পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাউল শিল্পী কাজল দেওয়ান, বাবলী দেওয়ান, ক্লোজআপ ওয়ান তারকা ফারজানা নিপাসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
Leave a Reply