1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে পুলিশের যে ৭ নির্দেশনা দিলো

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
ছবি সংগৃহীত

২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের আশপাশে সব ব্যাংক ও বুথ বন্ধ রাখাসহ সাতটি নির্দেশনা দিয়েছে পুলিশ । যতক্ষণ মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান চলবে ততক্ষণ এ নির্দেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য এরকম সাতটি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় রয়েছে, এখানকার কোনো বিল্ডিং বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবে না।

২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা যাবে না। মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বারান্দায় বা ছাদে কেউ দাঁড়াতে পারবে না। কোনো ভবন বা ফ্ল্যাটে বৈধ অস্ত্র থাকলে তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন থেকে যাত্রী চলাচল করবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews