1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ট্রফি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

তৃতীয় বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। দেশটির স্থানীয় সময় মধ্যরাতে বুয়েন্স আইরেসে পৌঁছায় মেসি-মার্টিনেজ-ডি মারিয়াদের বহনকারী বিমানটি। তাদের সাথে জয় উদযাপনে দেশটিতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টাইন সরকার।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বুয়েন্স আইরেসের প্লাজা দে মায়ো স্কয়ারে নিয়ে যাওয়া হচ্ছে মেসিদের। সেখানেই বিশ্বজয়ী নায়কদের নিয়ে হবে মূল উৎসব। এমনটিই জানিয়েছে দেশটির বেশ কয়েকটি দৈনিক।

 

এর আগে তৃতীয় শিরোপা জয়ের পর লুসাইলে দশ হাজার দর্শকের সাথে উদযাপন করেছে আর্জেন্টিনা। খোলা বাসে, বাদ্য বাজিয়ে হোটেলে ফিরেছে বিজয়ী বীরেরা। বিশ্বকাপের রীতি ভেঙে এ ধরনের উদযাপন এই প্রথম।

এরপর সোমবার সকালে তাদের বহনকারী বিমান রওনা দেয় ইতালির উদ্দেশে। ইতালির রোমে যাত্রাবিরতির পর আবার আর্জেন্টিনার উদ্দেশে রওনা করে মেসিদের বহনকারী বিমান।

ইতালিতে অবস্থানকালে বিমানে বসে বিশ্বকাপ ট্রফি হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন মেসি। এ ছাড়া ডি মারিয়া, মার্তিনেজও ছবি দিয়েছেন ফেসবুকে।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি সমর্থকদের উল্লাসের ভিডিও টুইটারে শেয়ার করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। বাংলাদেশের সাথে ভারত, পাকিস্তান ও কেরালার ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews