1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

কার হাতে উঠছে বিশ্বকাপের শিরোপা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

কার হাতে বিশ্বকাপের শিরোপা উঠছে , মেসি না এমবাপ্পে- তার উত্তর মিলবে আজ। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-আর্জেন্টিনা। দু’দলই দুইবার করে বিশ্ব চ্যাম্পিয়ন। শিরোপার লড়াইয়ে তাই কোনো দলকেই এগিয়ে রাখার সুযোগ নেই।

একদিকে ম্যাজিশিয়ান মেসি, অন্য দিকে মায়েস্ত্রো এমবাপ্পে। কে হাসবে শেষ হাসি? তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে কোন দল? গেল আসরে ফরাসিদের কাছে হেরেই বিদায় দেয় আলবিসেলেস্তে। এবার ফ্রান্সকে রুখে দিতে পারলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে, চরম প্রতিশোধও নেয়া হবে আর্জেন্টিনার।

ফাইনালের লড়াইয়ে মেসি-এমবাপ্পে দ্বৈরথ ছড়াবে বাড়তি রোমাঞ্চ। আসরে সমান ৫ গোল দুজনরেই। যদিও অ্যাসিস্টে সেরা মেসি। প্রত্যাশিত নৈপুণ্যে বিশ্বকাপ জিততে পারলে, গোল্ডেন বুটের সঙ্গে, গোল্ডেন বলও বাগিয়ে নিতে পারেন মেসি।

আসরে একেক ম্যাচে একেক ফরমেশনে দলকে খেলান স্কালোনি। ফাইনালের আগের মহড়ায়ও ভিন্ন ভিন্ন ছকে অনুশীলন হয়েছে। ৫-৩-২, ৪-৪-২ এবং ৪-৩-৩ এমন ভিন্ন ৩ ফরমেশনে প্র্যাকটিস করে রোমেরো-আলভারেজরা।

দুটি পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনা একাদশে। পারেদেসের জায়গায় খেলতে পারেন ফিট ডি মারিয়া। সাসপেনশন কাটিয়ে অ্যাকুইনা ফিরবেন তাগলিয়াফিকোর জায়গায়।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ফাইনালের লড়াই শুধু মেসি-এমবাপ্পের মধ্যে নয়। দু’দলে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। ওরা মারাত্মক হয়ে উঠতে পারে। আমরা ফাইনালে আগের ম্যাচগুলোর মতোই লড়বো। প্রতিপক্ষের শক্তি বুঝে আঘাত করবো।

ফরাসি দলেও দুটি পরিবর্তনের সম্ভাবনা। উপামেকানো ও রাবিও দুজনেই সুস্থ হয়ে উঠেছেন। তবে অসুস্থ হয়ে পড়েছেন ইব্রাহিমা কোনাতে। তার জায়গায় উপামেকানো আর ফোফানার জায়গা নিতে পারেন রাবিও।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, আর্জেন্টিনা খুব গোছানো একটি দল। ডিফেন্স ও অ্যাটাক ভারসাম্যপূর্ণ। প্রতিপক্ষ রক্ষণের ভুল ওরা খুব দারুণভাবে কাজে লাগায়। ওদের বরাবরই লিজেন্ড কোনো ফুটবলার থাকে। আগে ছিল ম্যারাডোনা, এখন মেসি। আর্জেন্টিনাকে ঘিরে তাই প্রত্যাশাও বেশি।

বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। যেখানে দুই জয় আলবিসেলেস্তের, একবার জিতেছে ফরাসিরা।

সব মিলিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা মোট ১২ ম্যাচে লড়েছে। এর মধ্যে ৬ ম্যাচ জিতে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ফ্রান্স জিতেছে তিনবার। বাকি তিন লড়াই ড্র হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews