1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন শেখ শাহ আলম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এবার ট্রাব অ্যাওয়ার্ড পেলেন গীতিকার ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাহ আলম । তিনি সংগীতে বাংলা নবজাগরণের জন্য ট্রাব অ্যাওয়ার্ড পেয়েছেন।

তিনি একাধারে গীতিকার, সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও সাহিত্যানুরাগী। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের মাধ্যমে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। একের পর এক তিনি মানবিক বাংলাদেশ গঠনের পথে সংস্কৃতির নানা অঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ কারণেই তিনি নানা সম্মাননা পাচ্ছেন।

গত ১৫ ডিসেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও গ্রান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডাঃ হাসান মাহমুদ এমপি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রীর হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন।

ট্রাব অ্যাওয়ার্ড আয়োজনের প্রশংসা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছে। বিশেষ করে টেলিভিশন ও চলচ্চিত্রে যারা কাজ করছেন তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে। দেশাত্মবোধ সৃষ্টিতে এই অ্যাওয়ার্ড অতন্ত্য গুরুত্বপূর্ণ। যারা পুরস্কার পেয়েছেন তারা অবশ্যই গুণী মানুষ।

এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে শিক্ষা সাগর সম্মাননা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শ্যামল দত্তসহ চলচ্চিত্র, সঙ্গীত, নাটক এবং টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী ও কলাকুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews