1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত সাত টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি চার দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেরানীগঞ্জে অটোরিকশা চালকের ক্ষত বিক্ষত যুবকের লাশ উদ্ধার কেরানীগঞ্জে বিষ্ফোরণের পর ভবন হেলে পরার ঘটনায় তদন্ত কমিটি গঠন কেরানীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, হেলে পড়েছে ছয়তলা ভবন না ফেরার দেশে চলে গেলেন কবি নজরুলের নাতি বাবুল কাজী দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ কবি’র নাতি দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি

বিজয় দিবসে পঞ্চগড়ে যৌথ রিট্রিট সেরিমনি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের যৌথ ‘রিট্রিট সেরিমনি’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের জিরোপয়েন্টে এই অনুষ্ঠানটি হয়।

৫২তম বিজয় দিবসে দুই দেশের বাহিনীর সদস্যদের চমকপ্রদ, মনোমুগ্ধকর ও জাঁকজমকপূর্ণ যৌথ প্যারেড প্রদর্শন করেছে। প্রায় আধা ঘণ্টা প্যারেড প্রদর্শন করা হয়। পরে দুই দেশের জাতীয় পতাকা একসঙ্গে নামিয়ে প্যারেড শেষ করা হয়। এই উপলক্ষ্যে বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা নানা রংয়ের বেলুন ও পতাকায় সাজানো হয়।

বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ ‘রিট্রিট সেরিমনিতে বিপুল সংখ্যক সাধারণ দর্শনার্থী বিশেষ এই ‘রিট্রিট প্যারেড’ উপভোগ করেন। উভয় বাহিনীর সদস্যসহ সবার মধ্যে ছিল আনন্দমুখর পরিবেশ। উভয় দেশের জাতীয় পতাকা নামানোর সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান। বিশেষ দিনে বিশেষ এই রিট্রিট প্যারেডকে স্মরণে রাখতে অনেককে সেলফি তুলতে দেখা গেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান ও বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী অজয় সিং উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. সোহরাব হোসেন,রংপুর রিজিয়নের অপারেশন পরিচালক লে: কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন,পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মোঃ মাহফুজুল হক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি)ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রাহুল আসাদ এবং বিএসএফ এর পক্ষে শিলিগুড়ি সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি, কমান্ড্যান্ট, শ্রী শৈলেশ কুমার, কিষাণগঞ্জ সেক্টর কমান্ড্যান্ট এম.আর মজুমদার,১৭৬ ব্যাটালিয়ন বিএসএফের ডিআইজি এস.এস সিরোহী এবং বিজিবি-বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশের মহান বিজয় দিবসকে স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান উল্লেখ করে রিজিয়ন কমান্ডার বিজিবি বক্তব্য প্রদান করেন। এ ধরণের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আইজি বিএসএফ বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বক্তাগণ তাদের বক্তব্যে এই স্মরণীয় দিনটিকে আরও গৌরবান্বিত করার লক্ষ্যে দুই দেশের বন্ধুত্বের এই নিদর্শন যৌথ রিট্রিট প্যারেডের আয়োজনকে সাধুবাদ জানান। পরিশেষে বিজিবি-বিএসএফ ঐতিহাসিক জয়েন্ট রিট্রিট সেরিমনিকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন বিনিময় করেন।

জয়েন্ট রিট্রিট সেরিমনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ এবং বিভিন্ন স্থান হতে আগত পর্যটকগণ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews