কেরানীগঞ্জ (ঢাকা): শনিবার সকাল থেকেই রাজধানীর প্রবশ মূখ বাবুবাজার ও কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে রাজধানীতে প্রবেশ করছে নানা শ্রেণী পেশার মানুষ।
জেলা পুলিশ ও র্যাব সদস্যের কঠোর অবস্থানে বিপাকে পড়েছে হাসপাতালে গামী রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষসহ অনেকে। চেক করা হচ্ছে প্রতিটি মানুষের ব্যাগ ও মোবাইল । সন্দেহ মনে হলেই আটক করছে পুলিশ। এদিকে রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। বন্ধ রয়েছে দুরপাল্লার বাস। সকাল থেকে এই প্রান্তে রাস্তায় লোক চলাচল বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমতে। শুরু করেছে। নাশকতা এরাতে রাস্তার দুপাশে অবস্থান করছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা । সবার লক্ষ্য একটাই, গোলাপবাগ মাঠে বিএনপি’র বিভাগীয় সমাবেশে বিএনপি’র কর্মীরা যেন নাশকতা করতে না পারে। এবং জনসমাগম যেন বেশী উপস্থিত না হয় সেটা ঠেকানো। তবে জনসভায় আসা বিএনপি নেতাকর্মীরাদের দাবী আওয়ামী লীগের লোকজন তাদের পথে পথে বাধাঁ দিচ্ছে। জেলা পুলিশ সুপার বলছে জনগণের জান মাল রক্ষায়, নজরদারি অব্যাহত থাকবে।
অপরদিকে ভোর রাত থেকেই বুড়িগঙ্গা নদীতে খেয়া পাড়াপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রতিটি মানুষের জান মাল রক্ষা করার দায়িত্ব আমাদের। বিএনপি’র সমাবেশ ঘিরে যাতে কেউ নাশকতা না করতে পারে সেজন্য আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করেছি। সবার নিরাপত্তা নিশ্চিতদের জন্য যতক্ষণ সময় লাগে আমরা এখানে অবস্থান করব।
Leave a Reply