বিভিন্ন খাতে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সরকার বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন আজ বাস্তবায়িত। ৯৬ সালে উচ্চ আদালতে নারী জজ নিয়োগের মাধ্যমে সেনা, নৌ ও বিমানবাহিনী, বর্ডারগার্ডসহ বিভিন্ন চ্যালেঞ্জিং সেক্টরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে সরকার। কাজের স্বীকৃতি হিসেবে গৃহকর্মকেও যুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।
ক্রীড়াঙ্গনেও নারীরা অনেক অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেট ও ফুটবলে অনেকক্ষেত্রে নারীরাও পুরুষের চেয়ে ভালো করছে।
বিভিন্ন খাতে নারীর সাফল্য তুলে ধরে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। ৪৩টি মন্ত্রণালয়ে নারী বান্ধব বাজেট করা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে নারী অধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য ৫ জন নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়। পদক প্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন । পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠার ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণ নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
Leave a Reply