বিএনপি সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে এবং বুধবার নয়াপল্টনের ঘটনা তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তথ্যমন্ত্রী জানান, ‘বিএনপির মানবাধিকার লঙ্ঘনের তথ্য বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরবে সরকার।’
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি পরিকল্পিতভাবেই দলীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা চালিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল ছুড়তে হয়।
তিনি বলেন, ‘আমরা বহু আগে থেকেই বলছিলাম যে, বিএনপি সমাবেশ নয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিএনপি সমাবেশের ডাক দিয়েছে ১০ ডিসেম্বর অথচ ৭ ডিসেম্বরেই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর কীভাবে হামলা পরিচালনা করা হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আপনারা দেখেছেন। বিএনপি কার্যালয়ের ভেতরে অবিস্ফোরিত ১৫টি ককটেল ২ লাখ পানির বোতল, ১৬০ বস্তা চাল, রান্না করা খিচুড়ি, হাড়ি-পাতিল এবং দুই লাখ নগদ টাকাও পেয়েছে পুলিশ।’
নিহত ব্যক্তি সাধারণ নাগরিক জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এ হত্যার জন্য বিএনপিই দায়ী। দলটির নেতাকর্মীদের হামলায় গতকাল (বুধবার) ৮ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ৩৮ সদস্য আহত হয়েছে।’
Leave a Reply