1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

বিএনপি বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বন্দুকের নল দেখিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়, এ জন্য তারা নানা ফন্দি-ফিকির ও ষড়যন্ত্র করছে। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামীলীগ সবসময়ই জনগণের রায় নিয়ে ক্ষমতায় এসেছে।

শনিবার দুপুরে হবিগঞ্জের নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নাকি লাখ লাখ লোক নিয়ে ঢাকায় আসবে। রাজধানীকে অচল করে দেবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন। ওখানেই থাকবেন। বিএনপির মুখপাত্র বলেছেন, ওখান থেকেই তারা নাকি সরকার পতনের ডাক দেবেন।’

আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কখনোই ক্ষমতায় আসেনি। জণগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে ১০ ডিসেম্বর বিএনপি’র সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট বিবেচনায় যা যা করণীয় পুলিশ কমিশনার তাই করবেন।’

দুপুরে হবিগঞ্জের নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,‌ পুলিশ সুপার এসএম মুরাদ আলি প্রমুখ।

প্রায় দেড় একর জমিতে সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে থানা ভবন নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

8 responses to “বিএনপি বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী”

  1. triegralt says:

    magasin levitra 20mg 4 with concentrations of 5, 10, 15, 20, and 40 Ојg ml with a volume of 2 ml were prepared to draw the absorption concentration curve of doxycycline hyclate

  2. triegralt says:

    Hormone therapy also called hormonal therapy, hormone treatment or endocrine therapy can block or stop these hormones from attaching to these receptors and can reach cancer cells almost anywhere in the body, not just in the breast priligy without prescription tobramycin inhaled and vincristine both increase nephrotoxicity and or ototoxicity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews