1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি ফুটবলার পেলে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি ফুটবলার পেলে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, অন্ত্রের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে ৮২ বছর বয়সী পেলের শরীর এখন আর সাড়া দিচ্ছে না।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আশ্বস্ত করেছিলেন পেলে। কিন্তু যে হাসপাতালে ফুটবল সম্রাটের চিকিৎসা চলছে, সেখান থেকে এলো উদ্বেগের খবর। পেলের ক্যান্সার সারিয়ে তুলতে কেমোথেরাপিতে আর কাজ হচ্ছে না। এ জন্য তাকে হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ারে পাঠানো হয়েছে।

 

পেলের বর্তমান অবস্থা জানতে তার ম্যানেজার ও সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও, তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ক্যানসারের সঙ্গে লড়তে থাকা পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। ইএসপিএন ব্রাজিল পেলের অবস্থা উদ্বেগজনক বললেও সে খবর সঠিক নয় বলে জানান পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারের চিকিৎসা চলছে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলের। কোলন ক্যানসারে আক্রান্ত পেলের গত বছর অপারেশন করে একটি টিউমার বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকেই কেমোথেরাপি চলতে থাকে নিয়মমতো। এ জন্য তাকে গত এক বছরে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

4 responses to “জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে কিংবদন্তি ফুটবলার পেলে”

  1. poomnense says:

    Stewart HJ, Prescott RJ, Forrest APM Scottish adjuvant tamoxifen trial a randomized study updated to 15 years comprar cialis online Monitor Closely 1 aluminum hydroxide will decrease the level or effect of posaconazole by increasing gastric pH

  2. triegralt says:

    levitra annonce Ingestion has very little effect on the absorption of DuraDox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews