1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

কোর্ট এর আদেশ লঙ্গন করতে গেলে আ’লীগ রাস্তায় দারাবে:গোলাপ এমপি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

মাদারীপুর প্রতিনিধি: এতিমদের টাকা চুরি করে আত্মসাৎ করে যে সাজাপ্রাপ্ত আসামি যে জেল খানায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর মানবতায় জন্য তিনি আজ বাসায় আছেন,সেই সাজা প্রাপ্ত আসামি কি করে একটি জনসভায় পাবলিক মিটিংএ উপস্থিত হতে পারবেন। জেল থেকে জনসভায় সমাবেশে আসতে পারমিশন লাগবে এটা কোর্ট এর ব্যাপার। কোর্ট পারমিশন দিলে জনসভায় যাবেন। তারা যদি অন্যায় ভাবে কোন কিছু করতে চায় কোর্ট এর আদেশ লঙ্গন করতে চায় সেখানে আমরা আওয়ামিলীগের নেতা কর্মিরা রাস্তায় দারাবো, কোন অন্যায় করতে দেব না। আজ শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলা আ’লীগ কার্যালয় ভবনে বাংলাদেশ আ’লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগদানের প্রস্তুতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ তাহমিনা বেগম এমপি,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, পৌর মেয়র এস এম হানিফ,উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক লোকমান সরদার,সাবেক পৌর প্রসাশক আবুল কালাম আজাদ, পৌর আ’লীগ সভাপতি এ্যাড. আবুল বাসার সরদার, আ’লগি নেতা এ্যাড.আবদুল্লাহ আল মামুন,গোপালপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, উপজেলা মৎসজীবিলীগ সভাপতি শাহাদাৎ সরদার,শিকারমঙ্গল মৎসজীবিলীগের সভাপতি প্রর্থী শিকার মঙ্গল ইউনিয়ন পরিষদ মেম্বার জুলহাস সরদার সহ আন্যান্যরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

2 responses to “কোর্ট এর আদেশ লঙ্গন করতে গেলে আ’লীগ রাস্তায় দারাবে:গোলাপ এমপি”

  1. triegralt says:

    Although the long term mortality associated with DE was consistent across cohorts, the short term renal and decongestive outcomes were not best price cialis 20mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews