ঢাকা: ন্যূনতম বেতন ২০ হাজার টাকা,নৌ পথে ডাকাতি বন্ধসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা।ধর্মঘটের কারণে ঢাকা সদরঘাটে রোববার (২৭ নভেম্বর) থেকে চাদপুর, ভোলা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
নৌযান শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রাত বারোটা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম নৌ ধর্মঘটের ডাক দেয়। এতে ঢাকা নদীবন্দর সহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে আজ রোববার সকাল থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে কোন যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। আজ ভোর রাত থেকে দক্ষিণ অঞ্চল থেকে আশা যাত্রীর বাহি লঞ্চগুলো যাত্রী ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালে যাত্রীদের নামিয়ে দিয়ে লঞ্চ অন্যত্র সরিয়ে নিয়ে যায।
এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম জানান আমরা একাধিকবার নোজ মালিক নেতাদের সাথে বসেছি তারা শুধু আমাদেরকে আশ্বাসী দিয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের দাবিদাওয়া পূরণ করেনি দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ধর্ম চলবে।
Leave a Reply