1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

সময়ের আগেই শুরু হয় বিএনপির সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের আগেই শুরু হয়।  গণসমাবেশে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। দুপুর ১২টার দিকে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় এই সমাবেশ শুরু হয়।

সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। এছাড়া বৃহস্পতিবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছেন আরও অনেক নেতা-কর্মী।

সমাবেশস্থলে নির্মিত মঞ্চের মধ্যখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে। চেয়ারটিতে রাখা হয়েছে দলের চেয়ারপারসনের ছবি।

তার দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের চেয়ার রাখা হয়েছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ পর্যন্ত দেশের ৫ বিভাগ ও এক জেলা শহরে গণসমাবেশ করেছে বিএনপি।

এদিকে মহাসড়কে তিন চাকার যান বন্ধসহ বিভিন্ন দাবিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারনে আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি।

ধর্মঘটের কারণে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে যান চলাচল না করায়, এসব জেলা থেকে মোটরসাইকেলে কারে কর্মীরা সমাবেশস্থলে আসেন।
বাস মালিক সমিতির নেতারা বলছেন, দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews