1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

দীর্ঘ সময় কাজ না করলে চাকরি ছাড়ার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

টুইটার কর্মীদের দীর্ঘ সময় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। না হলে, প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি। এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে টালমাটাল অবস্থায় প্রতিষ্ঠানটি। টুইটারকে লাভজনক করতে মাস্কের নেওয়া সব পদক্ষেপ প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটার কিনতে ৪৪ বিলিয়ন ডলারেরে চুক্তি করার পরদিন, ২৮ অক্টোবর সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগের নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ইলন মাস্ক। বৈঠকে ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।

 

যদিও পরে আইনি জটিলতা, জরিমানা এবং টুইটারের ব্যবস্থাপকদের মধ্যে ভিন্নমত দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি।

ইলন মাস্ক টুইটার কেনার পরের দুই সপ্তাহে প্রতিষ্ঠানটিতে যে বিশৃঙ্খলা চলেছে, তা স্পষ্ট হয়, তার কর্মী ছাঁটাইয়ের নির্দেশ, এর ফলে কর্মীদের মধ্যে আতঙ্ক এবং কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসার মধ্য দিয়ে।

এদিকে টুইটার পরিচালনা নিয়ে ইলন মাস্কের অনেক পরিকল্পনা থাকলেও, তা বাস্তবায়ন নিয়ে তার কোন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না।

শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে ই–মেইলে চাকরিচ্যুতির কথা জানিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের ৭ হাজার ৫০০ জন কর্মীর মধ্যে অর্ধেককে ছাঁটাই করেছেন। নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগও অব্যাহত আছে। এদিকে বিজ্ঞাপনসংস্থাওগুলোও আস্থা হারাচ্ছে প্রতিষ্ঠানটির ওপর।

এছাড়া কর্মীদের কর্মঘন্টা বাড়িয়ে দেয়া, বিনামূল্যে দুপুরের খাবার বন্ধ করে দেয়ার মতো নির্দেশও দেন তিনি।

এরইমধ্যে সর্বশেষ কর্মকর্তাদের পাঠানো এক ইমেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হবে, না হলে প্রতিষ্ঠান ছাড়তে হবে। বৃহস্পতিবারের মধ্যে যারা এতে সই করবে না, তাদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেয়া হবে বলে জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

One response to “দীর্ঘ সময় কাজ না করলে চাকরি ছাড়ার নির্দেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews