অস্থির নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরকারের কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। তবে অবশেষে চিনি কোম্পানির প্রস্তাবই মানছে সরকার। প্যাকেটজাত চিনির দাম কেজিতে বাড়ল ১৩ টাকা। এখন থেকে কিনতে হবে ১০৮ টাকা দরে। একই সঙ্গে লিটারে ১২ টাকা বাড়িয়ে প্রতি লিটার সোয়াবিন তেল এখন ১৯০ টাকা। বৃহস্পতিবার নতুন দাম অনুমোদন করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাখোশ ক্রেতারা।
৩ নভেম্বর প্রতি কেজি প্যাকেটজাত চিনির দাম ১০৮ টাকা করার প্রস্তাব করে সুগার রিফাইনারস এসোসিয়েশন। এরপর তা যাচাই-বাছাই জন্য সময় নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি সিদ্ধান্ত আসার আগেই ১০৮ টাকা কেজি দরে চিনি বাজারে ছাড়ে কয়েকটি কোম্পানি। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয় থেকেও আসে একই সিদ্ধান্ত।
নতুন দামে এখন থেকে প্রতি কেজি প্যাকেট চিনি কিনতে হবে ১০৮ টাকায়। আর খোলা চিনির দাম ১০২ টাকা কেজি।
চিনির সঙ্গে বেড়েছে সয়াবিন তেলের দামও। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলে ১২ টাকা বেড়ে ১৯০ টাকা ঠিক হয়েছে। এর আগে যা ছিল ১৭৮ টাকা। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে এখন ৯২৫ টাকা। আগে যা বিক্রি হত ৮৮০ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৭২ টাকা।
বাজারে এমনিতেই সয়াবিন তেল ও চিনির সংকট। এমন পরিস্থিতিতে একসঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য দুটির দাম বাড়ল। দফায় দফায় এমন দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ।
Leave a Reply