1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন

কেরানীগঞ্জের ব্যবসায়ীর ৮৫ লক্ষ টাকা ছিনতাই ডিবি পুলিশ পরিচয়ে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ৮৫লক্ষ টাকা ডিবি পরিচয়ে ছিনিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। ওই ব্যবসায়ীর নাম কেরামত আলী। তিনি বাস্তার দড়িগাঁও বাজারের মারফত আলী স্টোরের মালিক এবং একই এলাকার মারফত আলীর ছেলে।
রবিবার (১৩ই নভেম্বর) দুপুরে দড়িগাঁও বাজার থেকে ব্যাংকে টাকা জমা দেয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহপুর যাওয়ার পথে ভাওয়ারভিটি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কেরামত আলীর চাচা ওহিদুল ইসলাম জানান, তার ভাতিজা কেরামত আলী একজন পাইকারী মুদি ব্যবসায়ী। সে এলাকায় পাইকারী ব্যবসা পরিচালনা করে। শুক্র—শনি দুদিন ব্যাংক বন্ধ থাকায় মালামাল বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে না পারায় রবিবার দুপুরে মালামাল আনা নেওয়ার কাজে ব্যবহৃত পিকআপ করে ৮৫ লক্ষ টাকা নিয়ে আব্দুল্লাহপুর ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় বাস্তা ইউনিয়নের ভাওয়ার ভিটি এলাকায় পৌঁছালে সামনে ডিবি পুলিশ লেখা একটি সিলভার রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে হাতে ওয়াকিটকি ও পিস্তলসহ ৭/৮ জনের একটি দল টাকার ব্যাগসহ পিকআপের ড্রাইভার আকাশ ও ভাতিজা কেরামতকে টেনে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রথমে পিকআপ ড্রাইভারের হাত—পা বাঁধা শুরু করলে কৌশলে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে কেরামত আলী দৌড় চিৎকার শুরু করলে মাইক্রোবাসটি দ্রুত পিকআপের ড্রাইভারকে নিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে ড্রাইভার আকাশকে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার ভেতর ফেলে রেখে ছিনতাইকারী চক্রটি পালিয়ে যায়।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান জানান, ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভুগীদের সাথে কথা বলছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews