1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে বিদ্যুতে শক লেগে নব দম্পতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—স্বামী মো. ইসমাইল (২০) ও তার স্ত্রী নাসরিন আক্তার কাজল আক্তার (১৮)।

বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে আটিবাজারের সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইল কেরানীগঞ্জের আগানগর এলাকায়  কাপড়ের ব্যবসা করত।

নিহত ইসমাইলের বাবার নাম মো. আলী। তারা কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার এলাকায় সুজন হাউজিং এ একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া বসবাস করতেন।

কেরানীগঞ্জ মডেল থানার  ইন্সপেক্টর (অপারেনশ অফিসার) মো. আশিকুজ্জামান বিষটি নিশ্চিত করে জানান, নিহত ইসমাইলের পিতা মো. আলী থানায় এসে  বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছে। বর্তমানে নিহত দম্পতির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews