1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, ১১ টি অটোরিকশা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার ও ১১টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর কেরানীগঞ্জ মডেল থানায় তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, বাচ্চু (৫৫), নজরুল ইসলাম (২৫) মোঃ ফারুক হাসান (৩০) আরিফুল (৩০) রিপন শেখ ওরফে জামাল শেখ (৪০) ও দীন ইসলাম ৪২।

শাহাবুদ্দিন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মডেল থানার রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বাচ্চু, নজরুল ইসলাম ও ফারুক হাসান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাচ্চুর তথ্য মতে কেরানীগঞ্জের খোলামোরা, লাকিরচর এলাকায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্য রিপন শেখ ও দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হলে তাদের দেয়া তথ্যে বিভিন্ন গ্যারেজ থেকে ১১ টি চোরাই ও ছিনতাই করা ব্যাটারীচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চক্রটি বিভিন্ন সময় ড্রাইভারদের কাছ থেকে কৌশলে অটোরিকশা চুরি করে আবার কখনো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। পরবর্তীতে চুরি ও ছিনতাই করা অটোরিকশার রং ও আকৃতি পরিবর্তন করে বিক্রি করে। উদ্ধারকৃত এগারটি অটোরিকশার মূল্য আনুমানিক ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ (শুক্রবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত ৬ জনকেই জেল হাজতে প্রেরণ করেন। চক্রের অন্য সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews