1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

জেল হত্যা দিবস উপলক্ষে কেরানীগঞ্জে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

সাতচল্লিশ বছর আগে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার দিনটি শোক আর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিজস্ব কার্যালয় দোয়া মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুব ব্যাপারীর সভাপতিত্বে ও ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম মামুন।
এছাড়া আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশি আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও মোহাম্মদ জহির, দপ্তর সম্পাদক শম করিম, সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শামীম, সহ দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান মডেল থানা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. হারূন মাষ্টার ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মো. কাশেম,দাক্ষন কেরানীগঞ্জ ছাত্রলীগ সভাপতি গাজী মাসুম বিল্লাহ জুয়েল ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক মো. শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের হেফাজতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। উত্তোলন করা হবে কালো পতাকা।

সভা শেষে বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় চার নেতাকে উদ্দেশ্য করে দোয়া মোনাজাত করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews