বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ পরোয়ানা জারি করেন।
দুদকের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল জানান, মামলাটি আজ চার্জশিট আমলে নেওয়ার দিন ছিল। আদালত চার্জশিট আমলে নিয়েছেন এবং আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আগামী ৫ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।
Leave a Reply