1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে জরিমানা

সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমরার রাত আটটার দিকে কেরানীগঞ্জের মডেল থানাধীন জিনজিরা, কদমতলী, জনি টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা মডেল এসিল্যান্ড ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো.আলাউল ইসলাম। দুই ঘন্টা ব্যাপী অভিযানে এসময় ৭টি দোকান ও শোরুম মালিককে ১৪ হাজার টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করেন।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট আলাউল সাংবাদিকদের জানান, সরকারী নির্দেশনা হচ্ছে রাত আটটার পর সব ধরনের দোকান (খাবার ও ওষুদের দোকান ব্যতিত) বন্ধ রাখা। কিন্তু সে নির্দেশনা অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদন্ড ও জেল প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে সতর্ক করার লক্ষে সামান্য জরিমানা করা হয়েছে। পরবর্তিতে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের এই ভ্রাম্যমান আাদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews