1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে যান ২০ যাত্রী চলতি বছর জাতীয় নির্বাচনের আয়োজন করা কঠিন হবে: নাহিদ ফিলিপাইনে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান ইফতারে মুড়িমাখায় জিলাপি-বুন্দিয়া মেশানো স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর  তিন দফা কমানোর পর এবার দাম বাড়লো বালুবাহী বলগেটের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে দুইজন আহত চলন্ত বাসের মধ্যে প্রকাশ্যে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে রোববার থেকে রোজা সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে শনিবার রোজা শুরু

মঙ্গলবার ভোরে১০০কিমি বেগে উপকূল অতিক্রম করবে সিত্রাং

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে আরও এগিয়ে এসেছে। আগামীকাল মঙ্গলবার ভোরে এটি পটুয়াখালীর কলাপাড়া (খেপুপাড়া) দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল পার হতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে তিনি বলেন, ‘এটা এখনো ঘূর্ণিঝড় অবস্থায়ই আছে। আমাদের হাতে এখনো ২০ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা সময় আছে। উপকূল অতিক্রম করার সময় সিত্রাংয়ের গতিবেগ ১০০ কিলোমিটার থাকবে বলে মনে করা হচ্ছে। এখন আমরা ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছি। একই সঙ্গে নৌ বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।’

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (৮ নম্বর) বলা হয়, সিত্রাং আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোররাত বা সকালে খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় উপকূলে ৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, সেই সঙ্গে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তিতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের প্রায় সব জেলা-উপজেলাতে বেড়েছে বৃষ্টি।

ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews