1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

কেরানীগঞ্জের শিলারা ও মিন্টু ঢাকা জেলা পরিষদ সদস্য নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
কেরানীগঞ্জ (ঢাকা): বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ই অক্টোবর) উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে
শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।
এতে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে (কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সদস্য পদে সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু হোসেন এবং সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা যুব মহিলালীগের সভাপতি শিলারা ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হন। দুপুর আড়াইটার দিকে ভোট গননা শেষে প্রিসাইডিং অফিসার মো: শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান ১ নং ওয়ার্ডের (কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে হাতি প্রতীক নিয়ে মিন্টু হোসেন পান ১২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক মোঃএ,কে আজাদ পেয়েছেন ১২৭ ভোট। মিন্টু হোসেন মাত্র ২ ভোটে জয়লাভ করেন।
এছাড়া ১ নং ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে শিলারা ইসলাম ঘড়ি প্রতীক নিয়ে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য: এর আগে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews