1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

কেরানীগঞ্জে স্কুল শিক্ষিকাকে খুন করে পালালেন স্বামী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চঞ্চলা বিশ্বাস(৩৩) নামের এক স্কুল শিক্ষিকাকে হত্যা করে লাশ রেখে পালিয়েছে স্বামী। নিহত চঞ্চলা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবোল বিশ্বাসের মেয়ে। সে মডেল থানাধীন কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকার টাইমস্ কিন্ডার গার্ডেন স্কুলের প্রাক্তন শিক্ষিকা ছিলেন। তার স্বামী বিপ্লব সমাদ্দার একজন ঔষধ ব্যবসায়ী। হত্যার পর একটি চিরকুট লিখে লাশ কাপড় দিয়ে ঢেকে রেখে ফ্লাটের দরজা বন্ধ করে পালিয়েছে স্বামী।

 শনিবার(১৫ই অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার জনি ব্যাপারী মালিকানাধীন বেপারী ভিলার অষ্টম তলার একটি  ফ্ল্যাট থেকে দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।  বাড়ির কেয়ারটেকার নুর ইসলাম জানান, প্রতিদিনের মতো অষ্টম তলার ভাড়াটিয়া বিপ্লব ওষুধের ব্যাগ পত্র নিয়ে সকাল সাড়ে দশটার দিকে গেট দিয়ে বেরিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আজকে একটু তাড়াতাড়ি কেন। তিনি কোন উত্তর না দিয়েই দ্রুত চলে যান। দুপুরের দিকে একজন মহিলা এসে আমাকে বলে অষ্টম তলার ভাড়াটিয়ার স্বামী তাকে ফোন করে জানিয়েছে ঘরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনা বাড়ি মালিককে জানালে তিনি পুলিশকে অবহিত করে।  কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের কাছ থেকে থানায় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews